বিনোদন ডেস্ক : এবারের নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি। নারী ভোটারের উপস্থিতিও ছিল লক্ষণীয়। এদিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট দেন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। আর দুদিন আগে ডাকযোগে আগাম ভোট দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। দুজনই জয়ের বিষয়ে বেশ আশাবাদী ছিলেন।
এদিকে বলিউড অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত খোলাখুলি সমর্থন জানালেন ট্রাম্পকে। তাকে ‘টোটাল কিলার’-এর আখ্যা দিয়ে প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের ছবি দিয়ে তিনি জানিয়েছেন এই মুহূর্তে আমেরিকায় থাকলে কী করতেন? কঙ্গনা নিজের ইনস্টাগ্রামে পেনসিলভানিয়ার সমাবেশে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ছবি দিয়ে লেখেন, ‘আমি এই সময় আমেরিকায় থাকলে ট্রাম্পকে ভোট দিতাম। গুলি লাগার পর উঠে দাঁড়িয়ে ভাষণ শেষ করেছেন যেভাবে, এক কথায় ‘টোটাল কিলার’।’
চলতি বছর জুলাই মাসে নির্বাচনী প্রচারে গিয়ে গুলি লাগে ট্রাম্পের কানে। পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। তার কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ট্রাম্প। তখনই গুলি ছোড়া হয় বলে অভিযোগ। দেখা যায়, ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তার মুখেও রক্তের দাগ দেখা যায়। তবু উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে আকাশের দিকে ছোড়েন ট্রাম্প।
বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। বিজয় নিশ্চিতের পর সমর্থকদের উদ্দেশে ভাষণে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রকে আবারও মহান করবেন তিনি। ঝুলন্ত অঙ্গরাজ্যের ভোটারদের জানান বিশেষ ধন্যবাদ।
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:১৪