বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

ইলেকটোরাল ভোট: ট্রাম্প ২৩০, কমলা ২১০

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, ফ্লোরিডা, কেন্টাকি, টেক্সাস, উতাহ, কানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, সাউথ ডেকোটা, মন্টানা, নর্থ ডেকোটা, লুসিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, ওহাইও, ইডাহো, মিজৌরি, ওকলাহোমা, উইয়োমিং ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে।

অপরদিকে পূর্বাভাস অনুযায়ী ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, কলোরাডো, ডেস্ট্রিক অব কলম্বিয়া, কানেক্টিকাট, ডেলাওয়ের, নিউ ম্যাক্সিকো, ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, ইলিনয়, মেরিল্যান্ড, নিউ জার্সি, অরেগন, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।

ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১টি। ওয়েস্ট ভার্জিনিয়ায় চারটি। আর কেন্টাকিতে এই ভোটের সংখ্যা আটটি। এছাড়া টেক্সাসে ৪০, ওহাইওতে ১৭, আলাবামায় ৯, সাউথ ক্যারোলাইনায় ৯, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭, লুসিয়ানায় ৮, কানসাসে ৬, উইয়োমিংয়ে ৩, উতাহতে ৬, মিসিসিপিতে ৬, নর্থ ডাকোটায় ৩, মন্টানায় ৪, সাউথ ডাকোটায় ৩, নেব্রাস্কায় ৩, ইডাহোতে ৪ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে পূর্বাভাস অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে মোট ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট হচ্ছে।

অপরদিকে ক্যালিফোর্নিয়ায় ৫৪টি, ওয়াশিংটনে ১২টি, নিউ ইয়র্কে ২৮টি, ওয়াশিংটনে  ভারমন্টে ৩টি, নিউ জার্সিতে ১৪টি, কলোরাডোতে ১০টি, ডেলাওয়েরে ৩টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩টি, ইলিনয়ে ১৯টি, অরেগনে ৮টি, রোড আইল্যান্ডে ৪টি, মেরিল্যান্ডে ১০টি, নিউ ম্যাক্সিকোতে ৫টি, কানেক্টিকাটে ৭টি ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার খাতায় উঠছে।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। এর মধ্যে ৪৩টি অঙ্গরাজ্য রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এই অঙ্গরাজ্যেগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে, ফল সেরকম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।

নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এই অঙ্গরাজ্যগুলো হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit