আন্তর্জাতিক ডেস্ক : এক ইসরাইলি কর্মকর্তা বলেছেন, স্পেশাল ফোর্স এক ‘বিশেষ অভিযানে’ ওই ব্যক্তিকে আটক করে ইসরাইলি ভূখণ্ডে নিয়ে এসেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, একজন লেবানিজ নাগরিককে অপহরণ করা হয়েছে।
স্থানীয় ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, শুক্রবার (১ নভেম্বর) ভোরবেলা ‘অজ্ঞাত একদল সশস্ত্র মানুষ’ সমুদ্র সৈকতে এসেছিল। এরপর তারা কাছাকাছি একটি ভবনে অভিযান চালায়। আর সেখান থেকে যাওয়ার সময় স্পিডবোটে একজনকে তুলে নিয়ে যায়।
এই অভিযান লেবানন কর্তৃপক্ষের ভেতর ক্ষোভের জন্ম দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতির কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, বেসমারিক একটি জাহাজের ক্যাপ্টেন ইমাদ ফাদেল আমহাজকে লেবাননের উপকূলীয় শহর বাতরুন থেকে অপহরণ করা হয়েছে। যারা ইমাদকে আটক করেছে তারা বেসামরিক পোশাক পরিহিত ছিল। সম্ভবত তারা ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য।
ইমাদ ফাদেল আমহাজকে কেন ‘অপহরণ’ করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে লেবানিজ গণমাধ্যম নিশ্চিত করেছে, তিনি লেবাননের একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন। লেবানিজ নৌবাহিনীর অংশ নন।
বেশ কিছু সূত্র দাবি করেছে, তিনি একজন উচ্চপদস্থ হিজবুল্লাহ কমান্ডার। তবে এর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। কেননা বাতরুনে হিজবুল্লাহর কোনো উপস্থিতি নেই। এটা একটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর।
ইসরাইলি এক কর্মকর্তা অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদকে জানিয়েছেন, গত রাতে ইমাদ আমহাজকে বন্দি করা হয়েছে। তবে তারা তাকে (ইমাদ) হিজবুল্লাহর নৌবাহিনীর একজন সিনিয়র সদস্য বলে দাবি করেছে।
কর্মকর্তারা বলেছেন, আমহাজকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং হিজবুল্লাহর নৌ অভিযান সম্পর্কে আরও বিস্তারিত জানতে আটক করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৯