মহালছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আলোচনা সভা ও সমবায় ঋণের চেক বিতরন করা হয়েছে।
শনিবার (২রা নভেম্বর) সকাল ১০ টার দিকে মহালছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় বিভাগের পতাকা উত্তোলন শেষে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী শেষে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় মহালছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুজন চন্দ্র রায়,এসময় উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি,মৎস সমবায় সমিতিও ক্যায়াংঘাট পানি সমবায় সমিতি সহ অন্যন্যা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।