স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে আগের ৬ হার নিয়ে প্রশ্ন করেছিলেন ধারাভাষ্যকার রমিজ রাজা। মাসুদকে জিজ্ঞাস করেছিলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’ রাজার এমন প্রশ্ন তখন বেশ বিতর্কের জন্ম দিয়েছিল। যা নিয়ে এবার মুখ খুলেছেন রমিজ। জানিয়েছেন, মাসুদ তার ছেলের মতো।
প্রশ্ন করার কারণ হিসেবে রমিজ বলেন, ‘টানা ছয়টি হারের পরে, আমি শানকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কীভাবে বিপত্তির মধ্যে ধৈর্য বজায় রেখেছিলেন। শান আমার কাছে ছেলের মতো; আমরা প্রায়ই তার ব্যাটিং নিয়ে আলোচনা করি। একটি জয়ের পরে, আমরা প্রায়শই ভুলে যাই যে সামনে একটি দীর্ঘ যাত্রা রয়েছে।
দল ছয়টি টেস্ট ম্যাচ হেরে যাওয়ার পর আমি কখনই শানকে অধিনায়কত্ব থেকে সরানোর পরামর্শ দিইনি।’সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্য নিয়ে সমালোচনা ইস্যুতে রমিজ জানান, কিছু সমালোচনা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। যা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন তিনি।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ১০:০০