রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

মূল্যসূচক কমলেও ২ হাজার কোটির বেশি বেড়েছে ডিএসইর বাজার মূলধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৩৪ শতাংশ বা ২ হাজার ৩০১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি টাকা।

তবে গত সপ্তাহে কমেছে ডিএসইর সবকটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪০.৫২ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৫.৮৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১৫.৪০ পয়েন্ট বা ১.২৬ শতাংশ।
 
সূচক পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ  টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকা।
 
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫৯ কোটি ৫৩ লাখ টাকা বা ১৩.৯৭ শতাংশ। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৬৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ২১ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১১টি কোম্পানির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই, সিএসসিএক্স ও সিএসআই সূচক সমান ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫১৩৫.৩৪ পয়েন্টে, ৯১৯২.৩৮ পয়েন্টে ও ৯৮২.৬২ পয়েন্ট।

এছাড়া সিএসই-৫০ সূচক ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৪৭.৬০ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৩০২.৪১ পয়েন্টে।
 
গত সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৪১ কোটি ১৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৬ কোটি ৬ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit