আন্তর্জাতিক ডেস্ক : হাইফাতে হিজবুল্লাহর হামলার পর ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড সেখানকার বেসামরিক নাগরিকদের কর্মকাণ্ডে কিছুটা বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধ অনুযায়ী বেসামরিক নাগরিকরা সীমিত কর্মকাণ্ড চালাতে পারবেন। যেমন সেখানে শিক্ষামূলক কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে অন্যান্য কাজ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১১:২২