আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আয়মান সাফাদি একটি ‘সংহতি’ সফরে লেবাননের রাজধানীতে গিয়েছেন। তিনি ১৩ টন খাদ্য, ত্রাণসামগ্রী, ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে লেবাননে গেছেন।
বৈরুতে থাকাকালীন সাফাদি লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, সংসদের স্পিকার নাবিহ বেরি এবং লেবাননের সেনা কমান্ডার জেনারেল জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে শুক্রবার (৪ অক্টোবর) লেবানন সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে এর আশেপাশে ভয়াবহ হামলা চালায় ইসরাইল।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, গত সপ্তাহে বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এই প্রথম কোনো শীর্ষ ইরানি কর্মকর্তা লেবানন সফর করছেন।
আরাগচির বৈরুত সফরকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ‘সংহতি সফর’ হিসেবে বর্ণনা করেছে। অপরদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর সম্পর্কে বলেছে, ‘ইরানের মানবিক সহায়তার অংশ হিসেবে লেবাননে ১০ টন খাদ্য ও ওষুধের একটি চালান সরবরাহ করা হবে।’
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:২৮