লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : মোঃমোখলেসুর রহমান খান অবসরপ্রাপ্ত তথ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃমোখলেছুর রহমান খান পিতাঃমৃত আহম্মদ হোসেন খান, গ্রামঃগোহালকান্দী, পোঃ বকশীমূল,তারাকান্দা ময়মনসিংহের বিরুদ্ধে গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থা (জি,এস,এস) এর চেয়ারম্যান জনাব মোঃ খায়রুজ্জামান খান, পিতাঃমরহুম ফরহাদ হোসেন খান, গ্রামঃবকশীমূল, তারাকান্দা, ময়মনসিংহ কতৃক পাঁচ কোটি টাকার চেক ডিজর্নার মামলায় দায়ের করেন তারাকান্দা থানার গ্রামিন সমাজ কল্যান সংস্থা জিএসএস এর ভূমি ক্রয়বিক্রয় প্রকল্পের চেয়ারম্যান খায়রুজ্জামান খান।
চেয়ারম্যান এর কর্তৃক দায়ের কৃত পাঁচ কোটি টাকার চেক ডিজর্নার মামলার নিন্ম আদালতে পাঁচ কোটি টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম জেল রায়ের পর গত ২৫-০৮-২৪ ইং তারিখে উচ্চ আদালতে আপিল বিভাগে রায়েও বাদী পক্ষের অনূকূলে মামলাটি নিষ্পত্তি হওয়ায় আজ ০১-০৯-২০২৪ইং তারিখে ময়মনসিংহ জেলা জজ আদালতের ৩য় যুগ্ন জজ আদালত কর্তৃক মামলার বিবাদী মোখলেছুর রহমান খানকে জেল হাজতে প্রেরন করা হয়েছে পরাজিত হয়ে আত্নসমর্পণ করতে আসায় নিম্ন আদালতে কর্তৃক তাকে জেল হাজতে প্রেরণ করা। হয় আজ রবি বার এক বছরের সাজা প্রাপ্ত আসামি হয়ে গারতে রাখা হয়
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০