ডেস্ক নিউজ : গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাটা গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে।
গ্রামবাসী জানায়, বালাটা গ্রামের বাসিন্দা কাছেদ আলী তার স্ত্রী আলেমা বেগমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে গাছের ডাল কাটছিলেন। এ সময় হঠাৎ করে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন স্বামী কাছেদ আলী। তাকে রক্ষা করতে গিয়ে স্ত্রী আলেমা বেগম বৈদ্যুতিক তাদের সঙ্গে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গাইবান্ধার সদর থানার ওসি মাসুদ রানা জানান, বিদ্যুতের তারে জড়িয়ে তাদের দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য কোনো অভিযোগ নেই। সে কারণে মামলা হয়নি।
কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৪,/রাত ১১:৫৫