স্পোর্টস ডেস্ক : আরও একটা মহারণের অপেক্ষায় লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম। ব্রাজিল-উরুগুয়ের এই ম্যাচটাকেই ধরা হচ্ছে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। তবে ব্রাজিলের দুশ্চিন্তার প্রধান কারণ ভিনিসিউসের দলে না থাকা। কার্ড জটিলতায় কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন মাদ্রিদ তারকা। বাধ্য হয়ে ভিনিকে ছাড়াই এবারের কোপায় নিজেদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একাদশ সাজাতে হবে কোচের। তাই ভিনির পরিবর্তে কে থাকছেন দরিভাল জুনিয়রের রাডারে, সংবাদ সম্মেলনের শুরুতেই সেটা প্রশ্নের মুখোমুখি সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।
তিনি বলেন, ‘রাফিনহা, এন্দরিক, রদ্রিগো। এ ম্যাচে আমরা একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে (ভিনিসিউসকে) হারিয়েছি। তবে এটা তরুণ ফুটবলারের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। আশা করি এন্দরিক ভালো কিছু করবে।’গ্রুপ পর্বে নিজের হারিয়ে খুঁজছে ব্রাজিল। তবে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলবেন এন্দরিক। তার সঙ্গে আক্রমণভাগ সামাল দিবেন রাফিনহা ও রদ্রিগো। তবে উরুগুয়ের আক্রমণের বিপরীতে স্বস্তিতে থাকতে পারছে না ব্রাজিলের রক্ষণভাগ। তাই অ্যালিসন বেকার ছাড়াও ম্যাচে বড় ভূমিকা পালন করতে হবে মিলিতাও, মার্কুইনোসদের। ফলে এ ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক সেলেসাওরা।
ম্যাচের পরিকল্পনা নিয়ে রাফিনহা বলেন, ‘আমরা জানি আমাদের কি করতে হবে এবং ম্যাচে পরিস্থিতি অনুযায়ী কি ধরেনের পরিবর্তন আনতে হবে। যদি শতভাগ দিতে পারি, তাহলে প্রতিপক্ষ কে সেটা দেখার প্রয়োজন হবে না। যে কোনো মূল্যে ম্যাচে জয় পেতে হবে।’এদিকে টানা ৪ আসরে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। এবারের আসরে অপ্রতিরোধ্য তারা। ব্রাজিলের বিপক্ষে ফেবারিটের তকমাটাও তাদের। তাই সেলেসাওদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে উরুগুয়ে। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছিল তারা। এ ম্যাচেও সে পরিকল্পনা নিয়েই মাঠে নামতে প্রস্তুত স্কাই ব্লু। প্রতিপক্ষের শিবিরে ভিনি না থাকায় কিছুটা স্বস্তিতে তারা। তারপরও ব্রাজিলকে হালকাভাবে নিচ্ছে না উরুগুয়ে।
উরুগুয়ের মিডফিল্ডার ফাকুন্দো পেলিস্ত্রি বলেন, ‘আমরা সবাই জানি ভিনি কতটা গুরুত্বপূর্ণ। সে বিশ্বের একজন সেরা মানের খেলোয়াড়। তবে তার পরিবর্তে ব্রাজিলের আরও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। যদিও তারা ভিনির সমতুল্য নয়। তবে আমরা প্রস্তুত। একাদশে কে অন্তর্ভুক্ত হয়েছে তা চিন্তা না করে জয়ের পরিকল্পনা রয়েছে।’ব্রাজিলের সঙ্গে শেষ ৫ দেখায় মাত্র ১টিতে জয় পেয়েছে উরুগুয়ে, বাকি ৪ ম্যাচেই জয় ব্রাজিলের।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫০