বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়েনর ছোট বাকাইল গ্রামে রবিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন ও নাঈম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দু্ই শিশুর পরিবারে এখন শোকের ছায়া। মাটি হয়ে গেছে ঈদ আনন্দ।মারা যাওয়া মো. নয়ন মিয়া মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামের মো. শামীম মিয়ার ছেলে ও একই এলাকার মো. লিটন মিয়ার ছেলে মো. নাঈম মিয়া। বাড়ির পাশেই একটি টিনের ঘরে তারা বিদ্যুতায়িত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান জানান, দুপুরে ছোট বাকাইল গ্রামের একটি বাড়িতে টিনের বেড়ায় উপর পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকে। এতে ওই ঘরটি বিদ্যুতায়িত হয়। দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় অসর্তকবশত ঘরেই টিনে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে।
পরে স্হানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাদের মৃত্যু ঘোষণা করেন।সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম শেখ জানান, ঈদের আগের দিন এমন মৃত্যু সত্যিই বেদনাদায়ক। পরিবার দু’টির পাশে দাঁড়ানোর জন্য কিছু দরকার হলে সেটা হবে।
কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫