বোচাগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।নিহত ব্যক্তি হলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত সোমির উদ্দীনেরর ছেলে আজহারুল হক (৫৫)। মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের ঘোড়াপীর (উত্তর কৃষ্ণপুর) এলাকায় এদূর্ঘটনা ঘটে।
বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়,মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের ঘোড়াপীর (উত্তর কৃষ্ণপুর) এলাকায় বকুলতলা হতে পীরগঞ্জ গামী পাকা রাস্তায় ট্রাকটর ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. আজহারুল হক ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবু বকর সিদ্দিক রাসেল দূর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেন।
কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৯:৫৮