ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি ও ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মঙ্গলবার (১১ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ফর্মুলা নিয়েই ২০০৭ সালে গ্রেফতার করেছিল তত্ত্বাবধায়ক সরকার।
তবে সফল হতে পারেনি।’‘বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। কিন্তু শেখ হাসিনার মাধ্যমে আবারও স্বপ্ন দেখছি। তিনি আজকে বাংলাদেশের পরিপক্ব নেত্রী। সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তবুও থেমে নেই অপশিক্তর ষড়যন্ত্র, এখনও চলছে। দেশকে পেছনে নেয়ার চেষ্টা চলছে,’ বললেন এই আওয়ামী লীগ নেতা।
কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৮:০২