সমন জারি ও ক্রোক পরোয়ানা তামিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, আদালত প্রাঙ্গণে বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য, মামলা নিষ্পত্তির বিষয়ে পুলিশ ও ম্যাজিস্টে্রসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিষ্পত্তিতে গৃহীত সিদ্ধান্তসমূহ নিয়ে পুলিশ সুপার মহোদয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা করেন।উক্ত সভায় পুলিশের তদন্তে নানা প্রতিবন্ধকতা ও সমাধান সম্পর্কে আলোচনা করা হয়। একই সাথে মেডিকেল সার্টিফিকেট, ময়নাতদন্ত প্রতিবেদন, ফরেনসিক রিপোর্ট, আসামি ও সাক্ষীর প্রসেস পেন্ডিং লিস্ট সম্পর্কে পুলিশ সুপার মতবিনিময় করেন।বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম তার বক্তব্যে বলেন, যার যার বিভাগের দায়িত্ব সঠিকভাবে পালন করলে দ্রুত মামলা নিষ্পত্তি ও ন্যায়বিচার করা সম্ভব। এ ছাড়া তদন্ত ও বিচারকার্যে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয়ে তিনি আলোকপাত করেন। এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন -অর্থ) ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ত্রুাইম এন্ড অপস মো.জসীম উদ্দিন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান ইসতিয়াক, সহ খাগড়াছড়ি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ৮:৩২