আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির দায়ের করা মানহানির মামলায় অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল তাকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। আদালতের রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন রাহুল।শুক্রবার (৭ জুন) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে সব ধরনের সরকারি কাজ সম্পাদনের জন্য ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস। এ নিয়ে স্থানীয় সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল।
কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/দুপুর ১২:৪৪