চৌগাছা (যশোর) সংবাদদাতা : দৈনিক সংগ্রামের যশোর সংবাদদাতা ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার চীফ রিপোর্টার মোস্তফা রুহুল কুদ্দুস ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর শহরের বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যকালে তিনি এক স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মোস্তফা রুহুল কুদ্দুস ১৯৬৩ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্লা পাড়ার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম শামসুর রহমান বিশ্বাস। মাতা খোদেজা খাতুন। ১৯৮৩ সালে শিক্ষার্থী অবস্থায় দৈনিক স্ফুলিঙ্গের ঝিকরগাছা সংবাদদাতা হিসেবে মোস্তফা রুহুল কুদ্দুসের সাংবাদিকতার হাতেখড়ি। এরপর তিনি যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক পূরবী, দৈনিক কল্যাণ, দৈনিক রানার, খুলনার দৈনিক পূর্বাঞ্চল, ঢাকার ইউএনবিসহ
বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সংগ্রামের যশোর জেলা সংবাদদাতা ও দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন।
তিনি ২০১৩ সালে প্রথম আলো ট্রাস্ট্ আয়োজিত মাদক বিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার লাভ করেন এছাড়া তিনি প্রেসক্লাব যশোরের দীর্ঘদিন যাবত কোষাধ্যক্ষ ও সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা, নাটক লেখাও নির্দেশনা দিয়েছেন। মরহুম মোস্তফা রুহুল কুদ্দুসকে বাদ মাগরিব জানাজা শেষে বারান্দি মোল্লাপাড়া কবরস্থানে দাফন করা হবে।তার মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে (রেজি. নং- বি-১৯৮৭) সভাপতি জনাব রুহুল আমিন গাজী ও মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, প্রেসক্লাব যশোরের সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন,সাধারণ স¤পাদক জনাব তৌহিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা আজীজুর রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত,বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার আমীর জনাব অধ্যাপক গোলাম রসুল,সেক্রেটারী জনাব অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর পূর্ব সাংগঠনিক জেলার আমীর জনাব মাস্টার নুরুন্নবী, সেক্রেটারী জনাব অধ্যক্ষ মাওলানা আবু জাফর,
যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব ইদ্রিস আলী, যশোর পশ্চিম সাংগঠনিক জেলার আমীর জনাব মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী অধ্যাপক জনাব শিহাব উদ্দিন, যশোর বারের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর জনাব মাওলানা গোলাম মোরশেদ, মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক জনাব ফজলুর রহমান, ঝিকরগাছা উপজেলার আমীর অধ্যাপক জনাব হারুনুর রশিদ, জামায়াত নেতা মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক মুখতার হুসাইন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জনাব অধ্যক্ষ আবু জাফর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান রিন্টু প্রমুখ।
কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১৫