ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমওর) সেক্রেটারি জেনারেল আর্সেনিও আন্তোনিও ডমিঙ্গুয়েজ ভেলাস্কো।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, বুধবার (২৯ মে) সন্ধ্যায় চার দিনের সফরে ঢাকায় আসেন আইএমও সেক্রেটারি জেনারেল ভেলাস্কো।
এছাড়া বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর অবকাঠামোর পাশাপাশি বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহারযোগ্য শিল্প পরিদর্শন করবেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক নাবিক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমিতে উপস্থিত থাকবেন।
কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৫:০৪