ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১২ টায় খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি হেলিপ্যাডে অবতরণ করেন।
এ সময় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুই হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। তাছাড়া, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন বলে জানা যায়।
কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/দুপুর ২:০১