স্পোর্টস ডেস্ক : ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক কামিন্স। তবে কলকাতার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদের কোন ব্যাটসম্যান। ১৮.৩ ওভারে ১১৩ রানেই অলআউট হয়ে যায় তারা। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কোন সমস্যার মুখে পরেনি শ্রেয়াস আইয়ারের দল। ৮ উইকেট ও ৫৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এদিকে ফাইনালে বল হাতে এক উইকেট এবং ব্যাট হাতে ৬ রান করেছেন সুনীল নারিন। তবুও টুর্নামেন্ট সেরা হয়েছেন এই ক্যারিবীয়। কারণ এবারের আইপিএলে ৪৮৮ রান এসেছে নারিনের ব্যাট থেকে। পাশাপাশি ১৭টি উইকেটও নিয়েছেন তিনি। এবারের আইপিএলে ধারাবাহিক পারফর্মেন্সের ফল পেলেন এই ক্যারিবীয়।
এদিকে এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ জিতেছেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। ৭৪১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। ২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হার্শাল প্যাটেল। ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজনও জিতেছেন সুনীল নারিন। এছাড়াও আরও কিছু পুরষ্কার দেয়া হয়েছে। এক নজরে দেখে নেয়া যাক সেগুলো।
ফেয়ার প্লে: সানরাইজার্স হায়দরাবাদ
ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য সিজন: জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক (দিল্লি ক্যাপিটালস)
সর্বাধিক ছয়: অভিষেক শর্মা- ৪২ (সানরাইজার্স)
সর্বাধিক চার: ট্রেভিস হেড- ৬৪ (সানরাইজার্স)
ইমার্জিং প্লেয়ার: নীতিশ রেড্ডি (সানরাইজার্স)
সেরা ক্যাচ: রমণদীপ সিং (কেকেআর)
সেরা স্টেডিয়াম: রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দরাবাদ
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ: মিচেল স্টার্ক
ফাইনালে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ: মিচেল স্টার্ক
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/দুপুর ১২:২৫