বিনোদন ডেস্ক : একদিকে আইপিএলে জয় অন্যদিকে ছেলে আব্রাম খানের জন্মদিন— একদিনে দুই আনন্দ। এদিন ১১-তে পা দিল শাহরুখ খান ও গৌরী খানের কনিষ্ঠ ছেলে আব্রাম খান। তাই এ উপলক্ষে রোববার রাতে ছিল জোড়া উদ্যাপন খান পরিবারে। চলতি বছর আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচে বাবার সঙ্গে দেখা গেছে আব্রামকে। বাবার চোখের মণি আব্রাম। সব সময়ে শাহরুখের সঙ্গেই থাকেন তার আদরের ছোট ছেলে। রোববার তৃতীয়বারের মতো ট্রফি জিতল শাহরুখের টিম কলকাতা নাইট রাইডার্স। আর সেদিনই ছিল আব্রামের জন্মদিন। স্বাভাবিকভাবেই এদিনটি জোড়া উদ্যাপন করল খান পরিবার।
জানা গেল আব্রামের মাধ্যমে কাপুর পরিবারের যোগাযোগ বাড়াতে চান বলিউড বাদশা শাহরুখ খান। সেই ভাবনা থেকে কারিনা কাপুরকে কোন প্রস্তাব দিলেন বাদশা? আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, পারিবারিক ক্ষেত্রে কৌলিন্যের দিক থেকে খান পরিবার ও কাপুর পরিবার কেউ কম যান না। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খান। একসঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন তারা। তবে একটা খেদ রয়ে গেছে শাহরুখের। কাপুর পরিবারের মেয়ে কারিনার সঙ্গে কাজ করলেও এই পরিবারের পুরুষদের সঙ্গে কাজ করা হয়নি তার।
শাহরুখের ইচ্ছে বাবার অপূর্ণতাই পূরণ করবে ছেলে আব্রাম। কারিনার ছেলে তৈমুর আলি খান ও আব্রাম একসঙ্গে কাজ করবে— এমনটাই ইচ্ছে শাহরুখের। এ মুহূর্তে কারিনার ছেলের বয়স ৬ বছর। জানালেন শাহরুখের এই পরিকল্পনা আরও আগের। সালটা ২০১৭। শাহরুখ তার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাকেন কারিনাকে। তখনই অভিনেত্রী শাহরুখকে আক্ষেপের সুরেই জানান, কাপুর পরিবারের পুরুষদের সঙ্গে শাহরুখ মোটেও কাজ করেন না।
যেই না কারিনা এমনটি বললেন, তখনই পরিকল্পনাটা চলে আসে অভিনেতার মাথায়। শাহরুখ বলেন, ‘আমার কাজ করা হয়নি। তবে বড় হয়ে তৈমুর ও আব্রাম একসঙ্গে কাজ করবে এটাই ইচ্ছে।‘ আব্রাম ও তৈমুর দুজনেই অনেকটা ছোট। বলাই বাহুল্য, এই দুই তারকাসন্তান বড়পর্দায় এলে সেই যুগলবন্দি দেখার অপেক্ষায় থাকবেন শাহরুখ অনুরাগীরা!
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৪:৩৪