বিনোদন ডেস্ক : সিনেমা জগতের সোনালি দিনের তারকাদের মধ্যে জনপ্রিয় নায়কদের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে বুলবুল আহমেদ, গোলাম মোস্তফা, রাজ্জাক, হূমায়ুন ফরিদী, আনোয়ার হোসেন, শওকত আকবরের মতো তারকাদের কথা। সোনালি দিনের মাধুর্য পেরিয়ে আধুনিক যুগের সূচনায় ঢালিউড সিনেমায় নক্ষত্রের মতো উজ্জ্বল তারকা ছিলেন সালমান শাহ, জাফর ইকবাল, মান্না, জসিমের মতো তারকারা। কিন্তু আপনি কি জানেন? এসব তারকাদের মধ্যে সবার প্রথম দেশে নায়ক হিসেবে মোবাইল ফোন ব্যবহার করেছিলেন ফ্যাশন আইকন সালমান শাহ।
দেশের জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু সংবাদমাধ্যমে বলেন, শোবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন স্বপ্নের নায়ক খ্যাত সালমান। নির্মাতা রাজু আরও বলেন, ১৯৯৩ সালের এপ্রিলে দেশে আসতে শুরু করে মোবাইল ফোন। ওই সময় সীমিত নেটওয়ার্ক আর মোবাইল ফোনের চড়া দামের জন্য খুব কম লোকই ব্যবহার করতেন মোবাইল। আমি যখন ৯৬ তে আমার প্রথম পরিচালিত ‘জীবন সংসার’ সিনেমার শুটিং শুরু করি তখন খেয়াল করেছি, চলচ্চিত্র জগতের কারও হাতেই মোবাইল ফোন ছিল না। কিন্তু ওই সময় সালমান মোবাইল ফোন ব্যবহার করতেন। ‘জীবন সংসার’ সিনেমার শুটিংয়ের সময় মোবাইল নিয়ে আসতেন এ সুপারস্টার ও ফ্যাশন আইকন।
প্রসঙ্গত, শুধু মোবাইল ফোনের ক্ষেত্রেই নয়, হাল ফ্যাশনের পোশাক, আন্তর্জাতিক ব্র্যান্ডের এক্সোসোরিজ সবকিছুরই খবরাখবর রাখতেন সালমান। যুগের চেয়েও বেশি আধুনিক এ তারকা মাত্র ২৪ বছর বয়সে মারা গেলেও ভক্তদের স্মৃতিতে তাই আজও বেঁচে আছেন ক্ষণজন্মা এ সেলিব্রেটি।
কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৪:৫৫