জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাংগা বধির সংঘ, পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে ৫০০ কেজি খাদ্যশস্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিএ ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাংগা বধির সংঘ, পরিবারের মাঝে ৫০০কেজি খাদ্যশস্য বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৪/সকাল ১০:৩১