বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কসবার উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে শনিবার সকালে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে মো. মুছা মিয়া (৩৪) নামে এক যুবক খুন হয়েছেন। পেশায় কৃষক মুছা কসবা উপজেলার দক্ষিণখান গ্রামের জজ মিয়ার ছেলে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, নিহত মুছা মিয়ার সঙ্গে একই গ্রামের রুহুল আমিনের জমি পত্তন দেওয়ার টাকা নিয়ে লেনদেন ছিলো। শনিবার সকালে মুছা মিয়া জমিতে যাওয়ার পর রুহুল আমিনে সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে রুহুল আমিন মুছা মিয়াকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মুছা মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/রাত ৮:৪০