স্পোর্টস ডেস্ক : ইনিংসের ষষ্ঠ ওভারে ক্যাচ ফেললেন দ্বিতীয় স্লিপে থাকা মাহমুদুল হাসান জয়। পরে ২২তম ওভারে ডিপ ফাইন লেগে ক্যাচ ছাড়েন সাকিব আল হাসান। দুটিই অভিষিক্ত হাসান মাহমুদের বলে। অবশ্য লঙ্কানদের প্রথম উইকেটটা এসেছে হাসানের হাত ধরেই। দলীয় ৯৬ রানের মাথায় রান আউটে ফেরান ওপেনার নিশান মাদুশকাকে। দ্বিতীয় উইকেটটা এবার সরাসরি হাসানের। ক্যাচ মিসের সুযোগটা কাজে লাগিয়ে সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে। চা বিরতিতে যাওয়ার আগে এই বাঁহাতি ব্যাটারকে বোল্ড করে ফেরান হাসান। লাল বলের ক্রিকেটে এটিই এই ডানহাতি পেসারের প্রথম উইকেট।
চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় সেশনে এসে দুটি উইকেট শিকার করে স্বাগতিকরা। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৫৮ ওভারে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২১৪ রান। দিনের শুরুর সেশনেই স্বাগতিকরা সাজঘরে পাঠাতে পারতেন লঙ্কান দুই ওপেনারকেই। তবে ক্যাচ মিসের মহড়ায় তা আর হয়ে ওঠেনি। এতে ২৭ ওভারে বিনা উইকেটে ৮৮ রান তোলে মধ্যাহ্ন বিরতিতে যায় সফরকারীরা।
কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৮