আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়ায় গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসুতে ক্যাম্পে যাওয়ার পথে চীনা প্রকৌশলীদের একটি কনভয়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছেন আঞ্চলিক পুলিশ প্রধান মোহাম্মদ আলী গন্ডাপুর। হামলায় পাঁচ চীনা নাগরিক এবং পাকিস্তানি ড্রাইভার নিহত হয়েছেন বলে জানান তিনি।
এক দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী সহিংসতা সত্ত্বেও চীন খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে, যেটি আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী গোয়াদর বন্দরের উন্নয়নসহ।সোমবার (২৫ মার্চ) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌ বাহিনীর তুরবত ঘাঁটিতে হামলাটি জাতিগত বেলুচ যোদ্ধারা চালায়। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা একটি বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।
পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার পর পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন আধাসামরিক সৈন্যও নিহত হয়েছে।
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৪৮