বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সুহিলপুর গরুর বাজারে অনুমতি ছাড়াই সরকারি জমিতে নির্মাণ করা ভবন অবশেষে ভাঙা শুরু হয়েছে। প্রশাসনের কাছে প্রতিজ্ঞা করে দখলদাররা সোমবার সকাল থেকে এসব ভবন ভাঙতে শুরু করেছেন।
৭ ফেব্রয়ারি দৈনিক কালের কণ্ঠে ‘অনুমতি ছাড়াই সরকারি জমিতে ভবন নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে আরো একাধিক গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। রবিবার প্রশাসনের পক্ষ থেকে দখল হওয়া জায়গা পরিদর্শনে গিয়ে ভবন ভাঙার নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা এ সময় নিজেরা ভবন সরিয়ে নিবেন প্রতিজ্ঞা করে একদিনের সময় চেয়ে নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর গরু বাজার সংকুচিত করে বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করে একটি প্রভাবশালী চক্র। তবে এ জন্য সংশ্লিষ্টদের কোনো ধরণের অনুমতি নেওয়া হয়নি। শুধুমাত্র আবেদন করেই ভবন নির্মাণ করা দ্রুত চালিয়ে যাওয়া হয়। যারা দখল করছেন তারা আবার অন্যদের কাছে বিক্রিও করে দেন। মহাসড়কের উন্নয়নের কাজের জন্য ক্ষতিগ্রস্থ দোকানীদের দোহাই দিয়ে সরকারের কোটি কোটি টাকার খাস জমি তথা গরু বাজার দখল করে ভবন বিক্রির কার্যক্রম পুরোদমে চালানো হয়।
সুহিলপুর গরুর বাজারটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বাজার। সপ্তাহে একদিন এখানে গরু-ছাগলের হাট বসে। বাজারটি সংকুচিত হলে পশুর কেনাবেচায় বেশ প্রভাব পড়বে। এতে ঐতিহ্য হারাবে জেলার এ পুরোনো গরুর বাজার। এ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। গত ২২ জানুয়ারি সুহিলপুর গ্রামের মো. আরিফুল হক চৌধুরী, একই এলাকার মো. আবদুল ছোবান, মো. কামাল ও মো. শামিম এসব অভিযোগ জমা দেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ জানান, রবিবার ওই জায়গাটি তিনি ঘুরে দেখে এসেছেন। ওই জায়গা কাউকে ইজারা দেওয়া হয়নি। যারা সেখানে দোকান করেছেন তারা সরিয়ে নেওয়ার প্রতিজ্ঞা করে একদিন সময় চেয়েছেন। যদি তারা সেটা না করেন তাহলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলা হয়েছে।