আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় নির্বাচন। নানা কারণে এটিকে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আবার নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্কও রয়েছে। অর্থাৎ রাজনীতির মাঠে নানা বিতর্কিত দৃশ্যপট, আদালতের লড়াই এবং লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা- ইত্যাদি অভিযোগ ও বিশৃঙ্খলার মধ্যেই দেশটিতে হতে যাচ্ছে নির্বাচন। তবে পাকিস্তানের নির্বাচনে সব সময়ই ভারতের সাথে দেশটির সম্পর্কের প্রশ্নটি বড় আকারে দেখা দেয়।
নওয়াজ শরিফ (পাঞ্জাবের সিংহ)
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান নেতা নওয়াজ শরিফ। তিনি একজন রাজনৈতিক হেভিওয়েট, যিনি বিজয় নিশ্চিত করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে। তবে সম্পদ ও প্রভাব সত্ত্বেও শরিফ জেল এবং পরবর্তীতে নির্বাসনে ছিলেন।
অর্থনৈতিক উদারীকরণ এবং মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রে একজন চ্যাম্পিয়ন নওয়াজ শরিফ। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গভীর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তার দলের ইশতেহারে ভারতকে ‘শান্তির বার্তা’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সেখানে শর্তও দেওয়া হয়েছে। অর্থাৎ সেটা শুধু তখনই সম্ভব যখন নয়াদিল্লি কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের আদেশ তুলে নেবে। কাশ্মীর এমন একটি অঞ্চল, যা পাকিস্তানের নির্বাচনি রাজনীতির প্রধান ইস্যু। শরিফ সম্প্রতি নির্বাসন থেকে ফিরেছেন। তিনি ভারতের অগ্রগতি এবং বৈশ্বিক সাফল্যও স্বীকার করেন। সেই সঙ্গে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্কের পক্ষে কথা বলেছেন।
বিলাওয়াল ভুট্টো-জারদারি (একজন রাজনৈতিক উত্তরাধিকারী)
৩৫ বছর বয়সি বিলাওয়াল ভুট্টো-জারদারি পাকিস্তানের ভুট্টো বংশের বংশধর এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা। অর্থাৎ তিনি একটি সমৃদ্ধ রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে নির্বাচনি ময়দানে প্রবেশ করেছেন৷ তবে বর্ণাঢ্য রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি তাদের পরিবারে রয়েছে ট্র্যাজেডিও।
তার মা বেনজির ভুট্টো ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। দুইবার নির্বাচিত এই নারী ২০০৭ সালে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে গুলিতে নিহত হন। এ ছাড়া তার (বেনজির) বাবা অর্থাৎ বিলাওয়ালের নানা জুলফিকার আলী ভুট্টোও পাকিস্তানের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী। এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর ১৯৭৯ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার। অপরদিকে তার (বিলাওয়াল) বাবা আসিফ আলী জারদারি দেশটির সাবেক প্রেসিডেন্ট। তিনি বেঁচে থাকলেও ব্যাপক দুর্নীতির অভিযোগের কারণে অনেকটা কোণঠাসা হয়ে আছেন।
যদিও পিপিপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সম্ভাবনা খুব কম, তবে দক্ষিণ সিন্ধু প্রদেশে দলটির শক্ত ঘাঁটি রয়েছে, যা সম্ভাব্য জোট গঠনের ক্ষেত্রে এর অবস্থানকে এগিয়ে রাখে।
ভারত সম্পর্কে বিলাওয়াল ভুট্টো-জারদারির অবস্থান বহুমুখী। নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণের পক্ষে কথা বলার পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যাপক সমালোচনামূলক মন্তব্যও করেছিলেন।
ইমরান খান (ক্যারিশম্যাটিক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ)
ইমরান খান ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন তিনি। এমনকি আইনি জটিলতার কারণে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি। যদিও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ৮ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিচ্ছে এবং দলটির একটি শক্তিশালী অবস্থান রয়েছে। পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ইমরান খানের দল নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে।
২০১৯ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদিকে দুই দেশের মধ্যে ‘শান্তি প্রতিষ্ঠার’ একটি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কাশ্মীরের পুলওয়ামা হামলার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করার জন্য প্রস্তুত ছিলেন ইমরান খান। ওই হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ সদস্য নিহত হয়।
পুলওয়ামা হামলার প্রায় দুই সপ্তাহ পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। কারণ ভারত ওই হামলায় পাকিস্তানের হাত আছে অভিযোগ করে দেশটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে। এরপর ২৪টি পাকিস্তানি যুদ্ধবিমান জম্মু ও কাশ্মীরের উপর দিয়ে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে, যা মধ্যে এফ-১৬ যুদ্ধবিমানও ছিল।
এক পর্যায়ে একটি ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বিধ্বস্ত হয়। এরপর বিমানটির পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানকে আটক করে পাকিস্তানি বাহিনী। তবে তৎকালীন ইমরান খানের সরকার দুই দিন পর তাকে মুক্তি দেয়।
এ ছাড়া ২০২১ সালে ইমরান খান একটি যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানের জন্য ইসলামাবাদ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। তাছাড়া ২০২৩ সালের জুনে খান ভারতের সাথে কুইড-প্রো-কো সম্পর্ক (গিভ অ্যান্ড টেক) জোরদার করারও প্রস্তাব করেন।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৫