ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হবার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা।
সোহানা সাবা আরও বলেন, এর আগে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না আমি। তবে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছি। আমার বাবা রাজনীতি করতেন। সাধারণ মানুষের পাশে থেকেই তাদের জন্য কাজ করব।
ইতোমধ্যে রাজনীতিতে আসেন চিত্রনায়ক ফেরদৌস, কণ্ঠশিল্পী মমতাজ, গায়িকা ডলি সায়ন্তনী ও অভিনেত্রী মাহিয়া মাহিসহ অনেকেই। যদিও চলতি বছরের নির্বাচনে ফেরদৌস ছাড়া সফলতার মুখ দেখেননি বাকি তিনজন।
কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৮