ডেস্ক নিউজ : আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ শুরু হয়েছে। শনিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে শান্তি সমাবেশ উপলক্ষ্যে শনিবার দুপুরের পর থেকে সমাবেশস্থলে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছে বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষেও স্লোগান দিতে দেখা যায় নারী সংগঠনের নেত্রীদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ মঞ্চের একেবারেই সামনে অবস্থান নিয়েছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। যুব মহিলা লীগের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সমাবেশস্থলে এসেছেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। তাদের কণ্ঠেও শোনা গেছে বিএনপিবিরোধী ও আওয়ামী লীগের পক্ষের স্লোগান।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৫