স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের তারকা স্পিনার তাইজুল ইসলাম ও নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে টপকে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ডিসেম্বরে সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাইজুল। তার ঝলকে ম্যাচও জেতে বাংলাদেশ। মিরপুরেও পান ৫ উইকেট, ওই টেস্ট বাংলাদেশ হারলেও ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া এই বাঁহাতি স্পিনার স্থান পান মাস সেরার লড়াইয়ে। ওই সিরিজেই ব্যাটে বলে নৈপুণ্যে দেখেন ফিলিপস। মিরপুরে ম্যাচ জেতানো ৮৭ রানের ইনিংস খেলেন তিনি।
এই দুই তারকাকে টপকে মাসসেরা হন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বল করে ডিসেম্বর মাসে ১৩ উইকেট শিকার করেন। মাস সেরার স্বীকৃতি পেয়ে প্যাট কামিন্স বলেন, ‘সম্মিলিতভাবে দারুণ এক বছর কেটেছে। পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ সফল করে সুন্দরভাবে ২০২৩ সাল শেষ করেছি। সব মিলিয়ে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১