বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

মনোনয়নপত্র জমা দিলেন নওয়াজ ও মরিয়ম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ রোববার দেশটির সাধারণ নির্বাচনের জন্য বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নওয়াজ শরিফের পক্ষে পিএমএল-এন নেতা বিলাল ইয়াসিন এনএ-১৩০ (লাহোর-১৪) আসনে এবং মরিয়ম দুটি জাতীয় পরিষদ (এনএ-১১৯ এবং এনএ-১২০) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। খবর জিও নিউজের।

মরিয়ম পাঞ্জাব বিধানসভার চারটি আসন- পিপি-১৫৯, পিপি-১৬০, পিপি-১৬৫ এবং পিপি-৮০ থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে পিটিআইয়ের রাহাত আমান উল্লাহ ভাট্টি এনএ-১১৯ (শেখুপুরা ১) আসনে জয়ী হন এবং পিএমএল-এনের রানা আফজাল হুসেন রানার আপ হন। ওই নির্বাচনে পিএমএল-এনের রানা তানভীর হুসেন এনএ-১২০ (শেখুপুরা ২) আসনে জয়ী হন এবং পিটিআইয়ের আলী আসগর চৌধুরী রানার আপ হন। অন্যদিকে এনএ-১৩০ আসনে পিটিআই জয়ী হয় এবং পিএমএল-এন এই আসনের দ্বিতীয় বৃহত্তম দল হয়ে ওঠে।
 
পিটিআই গত সাধারণ নির্বাচনে লাহোরের পিপি-১৫৯ এবং পিপি- ১৬০ আসনে সামান্য ব্যবধানে জিতেছিল। অন্যদিকে পিএমএল-এন উভয় আসনেই রানার আপ হয়েছিল। পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ গতবার অনায়াসে পিপি-১৬৫ আসন জিতেছিলেন, তবে পিএমএল-এন পিটিআইয়ের কাছে ব্যাপক ব্যবধানে পিপ-৮০ আসনে হেরেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit