ডেস্ক নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিন গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই চেকপোস্টগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা যাত্রী ও চালকদের কাছে তাদের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চান। বাসে যাত্রীদের ব্যাগ, ব্যক্তিগত গাড়িতে তল্লাশি করা হচ্ছে। তবে কোনো পয়েন্টেই তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
ফেরদৌস ইসলাম নামে এক যাত্রী জানান, আমি চিটাগাং রোড থেকে গাড়িতে উঠেছি। মৌচাক আসতেই পুলিশ গাড়ি থামিয়ে আমাকে এবং আমার ব্যাগ তল্লাশি করেছে। তল্লাশি করে পরবর্তীতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাক পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। নাশকতার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যানবাহনে বিস্ফোরকদ্রব্য বহন করছে কিনা, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের এ ধরনের তল্লাশি চলবে।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩৩