আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা অভিযোগ সুএে জানা যায়, গত ৮/১০/২০২৩ ইং তারিখ রবিবার দুপুর ২ টার সময় সুদের টাকা পাওনার বিষয় কে কেন্দ্র করে উপজেলার সিট শালঘরিয়া (ডাংগাপাড়া) গ্রামের বাবু সরকারের পুএ দাদন ব্যপারী আকরাম (৩৫)গংরা লাঠি,লোহার রড,দেশীয় পশুকুড়াল নিয়ে ভুক্তভোগী আনিছুর রহমানের বাড়ি ঘর ভাংচুর সহ বাড়িতে থাকা মহিলাদের মারপিট করে। দাদন ব্যপারী আকরামের অত্যাচারে আনিছুর রহমান বেশ কিছু দিন থেকে পলাতক বলে জানান তার পরিবার।
অভিযোগকারি হাজেরা বেগম বলেন, দুই বছর আগে আকরাম কে বসতভিটের জমিরদলিল জমা দিয়ে ২ লাখ পঞ্চাশ হাজার টাকা সুদের উপর নিয়ে প্রতিদিন ২৫০০ টাকা দিয়ে আসছি।গত ৮ মাসে দুই লাখ পচাত্তর হাজার টাকা দেয়ার পরও আকরাম আরও চার লাখ টাকা দাবী করছে, সেই টাকা দিতে না পারায় তারা আমার ঘরবাড়ি ভাংচুর করে এবং টাকা দিতে না পারলে বউ বেটি কে বন্ধক দিতে হবে বলে হুমকি দেয়।এবিষয়ে ভুক্তভোগী হাজেরা বেগম প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪৬