স্পোর্টস ডেস্ক : দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আফগান সিরিজ হারের জন্য সরাসরি তামিমকে অভিযুক্ত করেন সাকিব। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্বকাপের আগে ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাক্ষাতকারটি দেন তিনি।
সাকিব বলেন, “আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারাটা আমি পুরোপুরি একজনের দোষ বলব, ক্যাপ্টেন (তামিম)। এক ম্যাচ পর আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই কামব্যাক করেছি। কিন্তু একটা ম্যাচে আমাদের সময় লেগেছে। এটা আর কারও দোষ না, পুরো সিরিজটার দোষ একজনের। বিশ্বের আর কোথাও দেখি নাই, অধিনায়ক এসে বলছে, ‘আমি আর খেলব না ভাই’।”
‘এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। আমার ধারণা, দায়িত্ববোধ থাকলে কোনো ক্রিকেটার এমন করতো না।’- যোগ করেন সাকিব।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫৪