স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকো বিদায় নেয়া ব্রাজিল বিশ্বকাপের পরও বেশ অস্বস্তিতে ছিল। মাঝে এক জয়ের আগেপরে তারা একাধিক ম্যাচে জয়বঞ্চিত ছিল। এরপর অবশ্য ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হতেই পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে সেলেসাওরা। প্রথম দুই লড়াইয়ে নেইমার জুনিয়ররা ঘরের মাঠে বলিভিয়া এবং পেরুর মাঠে তাদেরকে হারিয়েছে। এবার আসন্ন দুই ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করেছে ব্রাজিল।
আগামী ১৩ ও ১৮ অক্টোবর তারা যথাক্রমে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে। তার আগে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সর্বশেষ দুটি ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছিলেন নেইমাররা। দুই ম্যাচের জন্য অন্তর্বর্তী কোচ ফার্নান্দো দিনিজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে।
ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক : এডারসন (ম্যানসিটি), অ্যালিসন (লিভারপুল), লুকাস পেরি (বোতাফাগো);
ডিফেন্ডার : দানিলো (জুভেন্তাস), রেনান লোদি (মার্শেই), গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ভেন্ডারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো);
মিডফিল্ডার : আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যান ইউনাইটেড), জোয়েলিনটন (নিউক্যাসল), রাফায়েল ভেইগা (পালমেইরাস), গারসন (ফ্ল্যামেঙ্গো);
ফরোয়ার্ড : গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), মাথিয়ুস কুনহা (উলভারহ্যাম্পটন), নেইমার জুনিয়র (আল-হিলাল), রিচার্লিসন (টটেনহ্যাম), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০০