বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার গাঁটছড়া বাঁধছেন। ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে ঘর বাঁধছেন তিনি। শনিবার তাদের গায়েহলুদ হয়েছে। আজ রোববার রাতে তাদের বিয়ে। রাঘব পরিণীতির বিয়েতে খাবার মেন্যুতে কী কী থাকছে? বলিউড লাইফের তরফে জানানো হয়েছে পরিণীতি তার দুই ভাই শিবাং ও সহজের সঙ্গে মিলে বিয়ের মেন্যু ঠিক করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
দীর্ঘ দিন প্রেমের পর গত ১৩ মে আংটি বদল করেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেই আয়োজনে অবশ্য প্রিয়াংকা উপস্থিত ছিলেন। পরিণীতি চোপড়া ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এর পর তাকে দেখা গেছে ‘ইশাকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘হাসি তো ফাঁসি’, ‘গোলমাল এগেইন’, ‘উঁচাই’ ইত্যাদি ছবিতে। অন্যদিকে ৩৩ বছর বয়সি রাঘব চাড্ডা আগে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় রয়েছেন।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১৮