বিনোদন ডেস্ক : নুসরাত ইমরোজ তিশা বলেন, আমার মা প্রতিবার অপারেশনের আগে আমাদেরকে বলে, “আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো”।
তিশা শুনে হাসিমুখে বলেন, ‘আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা’। তিনি তার মায়ের বিষয়ে আরও বলেন, ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস হয়েছিল । এক বছর যেতে না যেতে আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে( নী রিপ্লেসমেন্ট)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে অভিনেত্রীর।
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪