শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

ঢাবি’র ৪০জন মেধাবী শিক্ষার্থীর আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের গবেষণা অনুদান ও বৃত্তি লাভ 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের এমএস শ্রেণির ২৫জন শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের গবেষণা অনুদান লাভ করেছেন। এছাড়া, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১৫জন শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেছেন। আজ ০৪ সেপ্টেম্বর (২০২৩ ) সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে অনুদান ও বৃত্তির চেক তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং অসাম্প্রদায়িক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ছাত্র-ছাত্রীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার জন্য তাদের প্রচেষ্টা চালাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য তিনি আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আব্দুল্লাহ ইবনে আহম্মেদ, মোঃ ওমর ফারুক, আঃ হামিদ খান ভাসানী, ইরফানুল হক চৌধুরী এলবিন, হাসিবুল হাসান (সমুদ্রবিজ্ঞান), মাহফুজা খন্দকার, আজকা তাওহিদা দৈবী, আনিকা তাবাসসুম, 
সাবিহা আনজুম দিব্বি, তামান্না হক মিম (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স), মোছাঃ নাজমুন্নাহার লাকী, নুসরাত জাহান, মোঃ আমানুল্লাহ রিশাত, শাহীন খান, মোঃ তিতাস পারভেজ (আবহাওয়াবিজ্ঞান), মোঃ জাফর আলী, মোঃ তানভীর আহমেদ, রাজিকুল ইসলাম, মোঃ ইফতাতুল হাসান, মোঃ মঞ্জুরুল ইমাম তন্ময় (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং), মোঃ ফখরুল ইসলাম, তাহসিন তারিক বান্না, আহসান ইমরান, সৈয়দা ফাইজা আহমেদ ও সৈয়দ নাজমুস সাকিব (রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সাগর চক্রবর্তী, ওয়ালি উল্লাহ ও জান্নাতুল ইসলাম (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স), মনির হোসেন, ফারজানা আক্তার সীমা ও তায়েবা সুলতানা (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্), সুফিয়া মুস্তারিন, শামীমা আক্তার ও আয়েশা সিদ্দিকা (ইন্টারন্যাশনাল বিজনেস), হৃদয় চন্দ্র সাহা, অভিজিৎ দত্ত ও মোঃ নাইম হোসেন (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), শারমিন বেগম, তাসপিয়া খানম এশা ও মোঃ আবদুল লতিফ (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ)।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit