স্পোর্টস ডেস্ক : খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ বার্সেলোনার পায়ে। তবে বারবার সুযোগ আসে না। যখন আসছিল, কাজে লাগাতে পারছিল না তারা। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পায়। দ্বিতীয়ার্ধে আবার ওসাসুনা সেটা শোধ করেও ফেলে। কিন্তু শেষ রক্ষা হয়নি রবার্ট লেভানডোফস্কির কারণে। তার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
লা লিগার ম্যাচে রবিবার রাতে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে ওসাসুনাকে। শেষ দিকে পেনাল্টি গোলে বার্সাকে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে তারা।
প্রথমার্ধের যোগ করা সময়ে। কর্নার থেকে হেডে দলকে এগিয়ে দেন কুন্দে। দ্বিতীয়ার্ধেও দুই দল গোলের জন্য মরিয়া চেষ্টা করে। শেষ পর্যন্ত ম্যাচের ৭৬ মিনিটে বক্সের একটু বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ওসাসুনাকে সমতায় ফেরান চিমি আভিলা।
স্বাগতিকদের সমতায় ফেরার আনন্দ খুব বেশি স্থায়ী হয়নি। বক্সের ভেতর বার্সা স্ট্রাইকার লেভানডফস্কিকে ফাউল করে লাল দেখার সঙ্গে পেনাল্টিও উপহার দেন আলেসান্দ্রো কাতেনা। স্পট কিক থেকে বার্সাকে জয়সূচক গোল এনে দেন লেভা।