স্পোর্টস ডেস্ক : সাড়া জাগানো একটা চ্যাম্পিয়নস লিগ শেষ হয়েছে গত মৌসুমে। পুরো ইউরোপিয়ান ফুটবলেই চমক দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপার দাবিদার ছিল তারা। সেটা জিতে তারা জয় করেছে ট্রেবল। সেটা এখন অতীত। আরও একটা নতুন আসরের জন্য প্রস্তুত দলগুলি। আর নতুন আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আজ।
ইউরোপের দেশ মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ড্র। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাব ফুটবলের বিশ্বকাপ হিসেবে খ্যাত এই টুর্নামেন্টটি। তার আগে আজ রাতে নিশ্চিত হয়ে যাবে কোন গ্রুপে কে? কার সঙ্গে হবে কার খেলা! আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। তারপর থেকে শুরু হবে নক-আউট পর্ব। আগামী বছরের ১ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।
ইউরোপের সেরা ৩২ দল অংশ নেবে এই টুর্নামেন্টে। যদিও আগামী আসর থেকে আরও ৪ দল বাড়িয়ে ৩৬ দল করা হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ। তবে এবারের আসরে আগের মতোই ৩২ দলের অংশগ্রহণে হচ্ছে। প্রত্যেক দেশ থেকে একাধিক ক্লাব আসছে। যার মধ্যে বৃটিশ ফুটবলেরই আছে ৪ দল।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও নিউক্যাসল। এছাড়া স্কটিশ ক্লাব সেল্টিকও আছে তাদের সঙ্গে। ম্যানইউ এই টুর্নামেন্টের গত আসরে ছিল না। আর্সেনাল ২০১৬-১৭ আসরের পর এই প্রথম খেলছে। নিউক্যাসলও নাম লিখিয়েছে ২০ বছর পর।
৩২টি দলকে ভেঙে ৮টি করে চারটি পাত্রে ভাগ করে রাখা হয়েছে। একই দেশের দুই ক্লাবের ড্র করার নিয়ম নেই। তবে স্কটিশ ক্লাব সেল্টিকের খেলা হতে পারে ম্যানচেস্টারের যেকোনো একটি ক্লাব অথবা গানারদের সঙ্গে। এছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়া ইউরোপা লিগ জিতে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করায় স্পেন থেকেও আসছে ৫টি ক্লাব।
চ্যাম্পিয়ন্স লিগের পট: গ্রুপ পর্বে যারা
পট ১: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বার্সেলোনা, নাপোলি, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট-জার্মেই, বেনিফিকা, ফেইনুর্ড।
পট ২: রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাথলেটিকো মাদ্রিদ, আরবি লাইপজিগ, পোর্তো, আর্সেনাল।
পট ৩: শাখতার দোনেটস্ক, সালজবার্গ, মিলান, ব্রাগা, পিএসভি আইন্দহোভেন, ল্যাজিও, রেড স্টার বেলগ্রেড, এফসি কোপেনহেগেন।
পট ৪: ইয়াং বয়েজ, রিয়েল সোসিয়েদাদ, গালাতাসারে, সেল্টিক, নিউক্যাস্টল ইউনাইটেড, ইউনিয়ন বার্লিন, রয়্যাল এন্টওয়ার্প, আরসি লেন্স।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৫