ডেস্ক নিউজ : মহানবী (সা.)-এর বিছানা সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) লেখেন, মহানবী (সা.) কখনো ভালো বিছানায় শুতেন, কখনো চামড়ার বিছানায় শুতেন, কখনো চাটাইয়ে এবং কখনো শুধু মাটিতে শুতেন। তিনি কখনো খাটে শুতেন, কখনো কালো কম্বল বিছিয়ে শুতেন। আব্বাদ বিন তামিম (রহ.) তাঁর চাচা থেকে বর্ণনা করেন, ‘আমি রাসুল (সা.)-কে মসজিদে চিত হয়ে পায়ের ওপর পা রেখে শুয়ে থাকতে দেখেছি। তাঁর বিছানাটি চামড়ার ছিল।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৮