ডেস্ক নিউজ : প্রশ্ন: কিছুদিন আগে আমার ব্যবসায় লস হয়। ফলে আমি কিছুটা আর্থিক সংকটে পড়ি। তবে সংকট এমন ছিল না, যার কারণে আমি জাকাত গ্রহণের উপযুক্ত হব। আমার ভগ্নিপতি বিষয়টি বুঝতে না পেরে সহায়তার নামে আমাকে জাকাতের টাকা প্রদান করেন, যা আমি বোনকে গোপনে জিজ্ঞাসা করার মাধ্যমে স্পষ্ট করেছি। আমি এই টাকাগুলো কী করব?
-মুহাম্মদ আমির হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ী
উত্তর: বাস্তবে যদি আপনি জাকাত গ্রহণের উপযুক্ত না হন, তাহলে আপনার জন্য এই টাকা ভোগ করা জায়েজ হবে না। এক্ষেত্রে আপনার কর্তব্য হলো, টাকাগুলো আপনার ভগ্নিপতিকে ফেরত দেওয়া কিংবা তার পক্ষ থেকে উপযুক্ত ব্যক্তিকে সদকা করে দেওয়া। -ফাতহুল কাদির : ২/২১৪
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২৪