বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমিনুল ইসলাম তোফায়েল নামে ১০;বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে টানুয়াপাড়া গ্রামের জামশেদ মিয়ার ছেলে।
পুলিশ জানায় ২০২৩ সালের চলতি আগস্ট মাসে চুরি ও চুরিকৃত মালামাল সংরক্ষণের দায়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের বিজ্ঞ বিচারক তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। এই মামলার রায় প্রদানের বহু আগে থেকেই সে পলাতক ছিল।আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে অদ্যই আদালতে সপোর্দ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮