এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় ওয়েলডিং দোকানের তালা ভেঙ্গে চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক ফুলজার হোসেন জানান মঙ্গলবার গভীর রাতে চৌগাছা মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার খান ওয়েলডিং এর দোকানে একদল চোর তালা ভেঙ্গে মালামাল পিকআপে তুলছিল।
এসময় আমিসহ অন্যরা টের পেয়ে দুই চোরসহ পিকআপ আটকে ফেলি। সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ আসামীদের পুলিশ হেফাজতে নেয়। চৌগাছা থানার ডিউটি অফিসার খলিলুর রহমান বলেন এ ব্যাপারে আটক দুইজনকে আসামী করে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামীরা হলেন নড়াইলের পাইকপাড়া গ্রামের সৈয়দ জাফর আলির ছেলে সৈয়দ রফিকুল ইসলাম (৩০) ও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইসরাফিল হোসেন (২৮) আদালত সুত্রে জানিয়েছে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৩,/রাত ১২:৫৮