তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা সপিবি‘র, সাহিত্য সংগঠন পথ পাঠাগার, আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩০। শুক্রবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে জাতীয় সংগীত ও বৈশাখের গান পরিবেশনের মধ্য দিয়ে সর্বস্তরের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ওসি (তদন্ত) নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সহ সরকারি বে-সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, স্কুলের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ ছাড়া দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একাডেমি, পথ পাঠাগার, উপজেলা সিপিবি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৩,/রাত ৯:৫৩