রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

শিশু জান্নাতুলের দায়িত্ব নিলেন দুর্গাপুরের যুবলীগ নেতা সাদ্দাম আকঞ্জি

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৬৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ ২৪ঘন্টা না পেরুতেই এতিম হয়ে যাওয়া ৭ মাসের শিশু কন্যা সন্তানের দায়িত্ব নিলেন মানবিক ও জন-মানুষের নেতা হিসেবে খ্যাত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)। শুক্রবার রাতে বিজিবি‘র গুলিতে নিহত হওয়া দিনমজুর আমিনুল ইসলাম (২৫) এর মেয়ে জান্নাতুন আক্তারের দায়িত্ব নেন সাদ্দাম আকঞ্জি।

এ নিয়ে রোববার দুপুরে সরেজমিনে গিয়ে জানা গেছে, শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে আট টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষিপুর গ্রামে অবসর প্রাপ্ত বিজিবি সদস্য আদিবাসী প্রসিন্ত মারাক এর বাড়ির সামনে বিজিবি‘র গুলিতে নিহত হয়েছেন ওই গ্রামের বারেক মিয়ার ছেলে দিনমজুর আমিনুল ইসলাম এবং জাইদুল ইসলাম (৩৮) অপর একজন গুলিবিদ্ধ হলে দুর্গাপুর হাসপাতালের চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে প্রেরন করা হয়। পরবর্তিতে আমিনুলের মরদেহ হেফাজতে নেন দুর্গাপুর থানা পুলিশ।এ খবর শুনে ওই পরিবারের সাথে কথা বলে, প্রাথমিক ভরন-পোষনের জন্য নগদ ৫০ হাজার টাকা এবং শিশু কন্যা জান্নাতুন আক্তারের দায়িত্ব নিলেন মানবিক নেতা সাদ্দাম আকঞ্জি।

নিহতের মা কুলসুমা খাতুন বলেন, আমরার পরিবার অহন অসহায়। আমরার মতন গরীব মাইনষেরে সাহায্য করার লাগিন সাদ্দাম আকঞ্জি আইছে আল্লাহ্ হের ভালা করবাইন, এই কথা গুলো বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে তিনি আরো বলেন, আমার ছেলে দিনমজুরের কাজ করে সংসার চালাতো, ওই গ্রামের সুপারি ব্যবসায়ীরা আমার ছেলে সহ আরো কয়েকজন কে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। ওই সময় বিজিবি সদস্যরা কোনো কিছু না বলেই প্রথমে আমিনুল কে মারধর করে। পরে আমিনুল তার প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করে। আমিনুলের সাথে থাকা জাইদুল কেও গুলি করে আহত করে। আমি আর বাজান বলে কাউরে ডাকতে পারতাম না, আমরা এর সুষ্ঠ বিচার চাই।

উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি বলেন, পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। যার সন্তান হারিয়েছে একমাত্র সেই বুঝতে পারবে এ কষ্ট কতটুকু। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো ওই পরিবারের ভরন পোষন করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমনি ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১০

সম্পর্কিত সকল খবর পড়ুন..

আর্কাইভস

June 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2022
IT & Technical Supported By:BiswaJit
themesba-lates1749691102