স্পোর্টস ডেস্ক : চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজের মধ্য দিয়ে ২৭ বছর পর কিউইকদের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামবে আরব আমিরাত। ১৯৯৬ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দু’দল।
এরইমধ্যে সিরিজের সূচিও নির্ধারিত হয়ে গেছে। চলতি বছরের ১৭, ১৯ ও ২০ আগস্ট মুখোমুখি হবে তারা। তারিখ নির্ধারিত হয়ে গেলেও এখনও ভেন্যুর বিষয়টি নির্ধারিত হয়নি। বৃহস্পতিবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আরব আমিরাতে সিরিজ খেলার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড জানায়, ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। চার ওয়ানডে ও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষদিকে ইংল্যান্ড যাবে নিউজিল্যান্ড। যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে কিউইরা।
সফরের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। আমিরাত ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি এ প্রসঙ্গে বলেন, ‘সিরিজটি আমাদের খেলোয়াড়দের জন্য একটি বড়সড় সুযোগ। এমন সমর্থনের জন্য আমরা নিউজিল্যান্ড ক্রিকেটের কাছে কৃতজ্ঞ।’
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/রাত ৮:৫৪