শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

নব্বইয়ের গণ অভ্যূত্থানের চেতনায় স্বৈরাচারী এই সরকারের পতন ঘটাতে হবে- মির্জা ফখরুল

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘৯০ এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, ছাত্র জনতার সফল আন্দোলন ও সংগ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে এবং নব্বইয়ের গণ অভ্যূত্থানের চেতনায় স্বৈরাচারী এই সরকারের পতন ঘটাতে হবে। 

আজ ১ মার্চ (২০২৩) ইং বুধবার দুপুরে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ৮০’ এর দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা লুৎফর রহমানের ইতিহাস নির্ভর দুটি রাজনৈতিক উপন্যাস গ্রহণকালে তিনি এই কথা বলেন।

বইমেলা ২০২৩ উপলক্ষে লেখক ও রাজনীতিবিদ লুৎফর রহমানের ব্যাপক পাঠকপ্রিয়  উপন্যাস ‘নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান’ ও ‘ব্যাংককের ভালোবাসা’ বই দুটি নিয়ে ৯০’র গণঅভ্যুত্থানের কয়েকজন সাবেক ছাত্রনেতা এবং বিএনপি’র বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, স্বৈচারের হাত থেকে গণতন্ত্র মুক্তির তীব্র আকাঙ্ক্ষা ও সফল পরিণতি ‘৯০ এর গণঅভ্যু এইত্থানের চেতনা আজ ভুলন্ঠিত। বর্তমান স্বৈরশাসক এরশাদের স্বৈরশাসনকেও হার মানিয়েছে বর্তমান সরকার।

‘৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার,ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান ‘৮০ এর দশকে স্বৈরাচার বিরোধী ছাত্রআন্দোলনের একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন। তার রাজনৈতিক উপন্যাস নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান ‘৯০ এর অভ্যুত্থানের একটি দলিলনামা। গৌরবময় ৯০ এর আন্দোলনের নিরপেক্ষ ইতিহাস জানতে সকলের বইটি পড়া উচিত।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক,৯০ এর গণঅভ্যুত্থান সফলের অন্যতম নেতা কামরুজ্জামান রতন বলেন, ‘৯০ এর গণঅভ্যুত্থানে লেখক লুৎফর রহমান ছিলেন আমাদের সংগ্রামী সহযোদ্ধা। তিনি গ্রন্থ দুটির সাফল্য কামনা করেন এবং ঐতিহ্যময় এই ইতিহাস থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণ করে নব্য স্বৈরাচার হটাতে আহবান জানান।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, ৯০ এর অভ্যুত্থান কালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ সোহরাব, লুৎফর রহমানের রাজনৈতিক উপন্যাস ‘নাহিদ-রুমকীর ক্যাম্পাস’ ও ‘ব্যাংককের ভালোবাসা’ গ্রন্থ দুটি বাস্তব ইতিহাস নির্ভর উপন্যাস বলে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে গণতন্ত্রকামী সকল দেশবাসী বই দুটি পড়লে উজ্জীবিত হতে পারবে।

রাজনীতিবিদ ও লেখক লুৎফর রহমান তার উপন্যাস দুটি সম্পর্কে বলেন, ৮০ দশকের ছাত্র জনতার আন্দোলনের ইতিহাস বয়ান করতে যেয়ে আমি সর্বোচ্চ নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা রক্ষার চেষ্টা করেছি। আন্দোলনরত তৎকালীন সকল রাজনৈতিক দল, জাতীয় নেতা -নেত্রী, সর্বদলীয় ছাত্রঐক্যের সকল সংগঠন ও নেতৃবৃন্দের বাস্তব উপস্থাপনা করেছি সততার সাথে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit