স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে ফখর জামান এবং মোহাম্মদ রিজওয়ানকে ওপেনিং করার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। স্থানীয় একটি নিউজ চ্যানেলে সাম্প্রতিক সাক্ষাৎকারে আফ্রিদি এ কথা বলেন। তার মন্তব্যটি ক্রিকেট বিশেষজ্ঞ ও ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।
আফ্রিদি বলেন, ‘আমি মনে করি ফখর এবং রিজওয়ান টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান দলের উদ্বোধনী ব্যাটার এবং বাবর আজমের তিন নম্বরে ব্যাট করা উচিত।’আফ্রিদির বক্তব্যকে সমর্থন করেননি পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তিনি বলেছেন, বাবর নিচের দিকে ব্যাট করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন।
ইনজামাম বলেন, ‘এটা ঘটতেই পারে এবং এটা কোনো বড় ঘটনা নয়। বাবরের তিন নম্বরে ব্যাট করা বিতর্কের অংশ হয়ে উঠতে পারে; কিন্তু আমি মনে করি না বাবর ওই পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।’তিনি আরও বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ছয় ওভারে বাবরের স্ট্রাইক রেট বেশ ভালো। ছয় ওভারের পরে অবস্থা ভিন্ন। তাই বাবর যদি নিচের দিকে খেলে তবে অসুবিধার মুখোমুখি হতে পারে।
পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ-উল-হক বিষয়টি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘ফখর জামান তার গতি বাড়ানোর জন্য এক বা দুই ওভার সময় নেয়। শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করলে সহজেই আউট হয়ে যায় সে। তার পরিসংখ্যানে দেখা যায় ওপেনিংয়ে তার গড় বেশ কম। তিনি আরও বলেন, ফখর ১০-১২ বল খেলার পর বিপজ্জনক হয়ে ওঠে। একবার স্থির হয়ে গেলে এক ওভারে তিনটি ছক্কা মারার ক্ষমতা রাখে সে।
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০